ব্রাহ্মণপাড়ায় ২৩তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

মোঃ বাছির উদ্দিনঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২৩তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত নাইঘর পূর্বপাড়া মাদিনা জামে মসজিদের উদ্দ্যেগে মসজিদ প্রাঙ্গনে এই বিশাল ২৩তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোঃ আবু ইউছুফ, হাফেজ নাহিদুল ইসলাম আশরাফী ও মোঃ মাইনুদ্দিন এর পরিচালনায় ও সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কাশেম মেম্বার এর সহ-সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান হেলালী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাদিনা জামে মসজিদের খতিব ও প্রভাষক মাওলানা আবদুর রউফ সালেহী। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবুল বাশার। প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ নাছির উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিনসহ মসজিদ কমিটির সকল সদস্যরা। এসময় শত শত কোরআন প্রেমী তাফসীরুল কোরআন মাগফিলে উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া