স্টাফ রিপোর্টারঃ
সারাদেশের সাতটি জেলা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়াসহ ১৫৯ উপজেলাকে আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করণ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা মতবিনিময় করেছেন।
এসময় তিনি বলেন, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭টি জেলা ও ১৫৯ জেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন। ওইদিন সারাদেশে ভূমিহীন ও গৃহহীনের জন্য উপহারের ৩৯৩৬৫টি ঘর উদ্বোধন ও হস্তান্তর করা হবে। এরমধ্যে ব্রাহ্মণপাড়া উপজেলায় ২১৮ টি নতুন নির্মিত ঘরের চাবি, দলিল ও সনদপত্র সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে। ব্রাহ্মণপাড়ার ৮টি ইউনিয়নে এসব নতুন ঘরসহ মোট ৪১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়ার মধ্য দিয়ে ব্রাহ্মণপাড়ায় শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে। এসময় স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।