স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কল্পবাস দক্ষিণপাড়া গ্রামের মৃত পান্ডব আলীর ছেলে বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী তৈয়ব আলী’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাজী মোঃ তৈয়ব আলী মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত এ কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য ছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী’র উদ্দ্যেগে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, মরহুমের ছেলে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, অধ্যক্ষ আলতাফ হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। দোয়া ও মিলাদ পরিচালনা করেন আক্তার হোসেন।