ব্রাহ্মণপাড়ায় শাহজালাল ইসলামী ব্যাংকের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্র কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
বিগত বছরের ন্যায় এবারও শাহজালাল ইসলামী ব্যাংক লি. এর করপোরেট সুস্যাল রেস্পন্সিবিলিটির (CSR) আওতায় ব্রাহ্মণপাড়া শাখার পক্ষ থেকে এলাকার সংগ্রামী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। গত বুধবার বিকালে ব্যাংক কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে শাখার কর্মকর্তা মোঃ শফিউল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক গাজী মোঃ গোলাম রাব্বি আদনান। প্রধান অতিথি হিসেবে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, বাজার কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক ভূইয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু উপস্থিত ছিলেন। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠান জনকল্যান এর প্রতিনিধিবৃন্দ, মায়ের সপ্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর মোঃ শফিকুল ইসলাম, শাখার অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া