স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম টিটু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের
সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা সারোয়ার খান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম হায়দার, সিদলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আবদুল কাদের বাচ্চু, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোজাম্মেল মাষ্টার, মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম, আইন সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য এড. আবদুল আলীম খান, চান্দলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল কাশেম মেম্বার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল সরকার, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী হান্নান, জেলা যুবলীগের সদস্য ফোরকান আহাম্মদ সবুজ, কৃষক লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাপ্পি, যুবলীগ নেতা জামাল হোসেন, ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আবদুস সাত্তার, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সুমন, সিদ্দিক মেম্বারসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে নবগঠিত সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সোহাগ আহাম্মদকে উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগষ্ট নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।