স্টাফ রিপোর্টার।।
কুমিলার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের নবযোগদানকৃত ৫৩ জন সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ জাহের।
নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এম এ জাহের বলেন, শিক্ষকতা একটি মহান পেশা, এই পেশায় আপনারা আপনাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করবেন এবং প্রাথমিক বিদ্যালয়কে শিশুদের জন্য আনন্দময় শিক্ষার প্রাণ কেন্দ্র হিসেবে পরিনত করবেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, সমাজসেবা কর্মকর্তা বরুণ দে, পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম মুস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মাস্টার ও নুরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও আট ইউনিয়নের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিগণ।