ব্রাহ্মণপাড়ায় টাস্কফোর্স অভিযানে মাদক ও চোরাকারবারের দায়ে আটক ৪

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে ৩ চোরাচালানকারীকে আটক করা হয়েছে। গত বুধবার শশীদল রেলস্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের মালামাল তোলার সময় তাদের আটক করা হয়।অপরদিকে পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল রেল স্টেশনে অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের মালামাল তোলার সময় ৩ চোরাচালানকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কার্টুন ডার্ক চকলেট, ২৪০০টি ডেইরি মিল্ক, ১২২৪০টি পার্ক চকলেট, ৫০০ প্যাকেট ভিক্স চকলেট, ৫৫০০ টি মেহেদী টিউব, ১১৭০ পিস সোডা পানি ও ২৮ ব্যান্ডেল কোবরা বাজিসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে। এছাড়াও শশীদলের মানরা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ খলিলুর রহমান (৫৫) কে আটক করা হয়। আটক খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া