নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচংয়ের দেবপুরে প্রবাস ফেরত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক গৃহবধূর ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তার নাম শারমিন আক্তার (২৫)।
গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরদিন শনিবার সন্ধ্যায় দেবপুর ফাঁড়ির পুলিশের এসআই মো. রাজিব বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের আবিদপুর খলিফা বাড়ির মরহুম সিদ্দিকুর রহমানের মেয়ে শারমিনের সাথে একই উপজেলার দক্ষিণ ভারেল্লা ইউনিয়নের শোভারামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে এরশাদের এক বছর আগে বিয়ে হয়। কিছু দিন পরেই পরিবারের স্বচ্ছলতা ফেরাতে এরশাদ সিঙ্গাপুরে চলে যান। এ সময় শারমিন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতে থাকেন।
গত কিছুদিন আগে এরশাদ প্রবাস থেকে ফিরে আসে। ৩ ফেব্রুয়ারি শুক্রবার স্বামী-স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রাত আনুমানিক ৯টায় একটি কক্ষে ঢুকে সিলিংয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শারমিন। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির এসআই রাজীব চৌধুরী ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরুতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ দিকে ঘটনার পর নিহতের মা মোসাম্মৎ মেহেরুন নির্যাতনসহ হত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত স্বামী এরশাদকে আটক করে।