নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচংয়ে খাদ্য শস্য ও শাক সব্জি উৎপাদন ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধ করি, সুস্থ্য ও সবল ক্যান্সারমুক্ত জীবন গড়ি উক্ত প্রতিপাদ্য বিষয়ের উপর সচেতনতা ও সতর্কমূলক এক আলোচনা সভা গতকাল ১৮ মার্চ কালী নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা- (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান। প্রধান আলোচক ও সভাপতি হিসেবে ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা: এম. এ হাশেম। বিশিষ্ট দানবীর বিষ্ণু কুমার ভট্টাচার্য্যৈর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মিঠু, ডা: জয়নাল আবেদীন, আ: কুদ্দুছ সহ বিপুল সংখ্যাক কৃষক ও কৃষানি গণ। বক্তাগণ তাদের বক্তব্যে খাদ্য শস্য ও শাক সব্জি উৎপাদনে ক্ষতিকর কীটনাশক ব্যবহার বন্ধ করণ বিষযে বিশদে আালোচনা করেন ।