স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ৫ নং পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোপীনাথপুর গ্রামে ২৭ শে মার্চ সোমবার বাদ আছর সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুস এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রীপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুস সালাম হুজুরের পরিচালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ ইউনুছ ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট আ.হ.ম তাইফুর আলম ও সেক্রেটারী জেনারেল অধ্যাপক কামরুল হাসান। আরোও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বুড়িচং থানা শাখার সভাপতি আব্দুর রহীম ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বুড়িচং থানা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, মরহুমের ছেলে উপসচিব বদরুল হাসান লিটন, উপ সচিব সাইফুল ইসলাম রিপন, ডাক্তার মেহেদী হাসান সুমন, ফাউন্ডেশনের ব্রাহ্মণপাড়া থানার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এরশাদুল হক এরশাদ, বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, অধ্যাপক কামরুল হাসান, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক রেজাউল হক, অধ্যাপক সিহাব উদ্দিন, ফাউন্ডেশনের বুড়িচং শাখার সহ-সভাপতি মোঃ হালিম খান ও যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাউসার, সুপার সফিকুর রহমান, যুবলীগ নেতা কবির হোসেন, জহিরুল ইসলাম মেম্বার, মাওলানা শাহজাহান, মোঃ দেলোয়ার, মোঃ বশির আহাম্মেদ, মোঃ নজরুল ইসলাম, তিতাস, মোঃ কাউসার, মোঃ জহিরুল হক, মোঃ জাহাঙ্গীর, মোঃ জামাল হোসেন, মোঃ আব্দুর রশিদ, মোঃ কবির হোসেন, প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, মোঃ জাকির হোসেন, মোঃ আবদুল মোনাফ, মোঃ মোজাম্মেল, রনি, নাঈম, সুজন আহম্মেদ প্রমুখ।
বক্তরা আলোচনায় মরহুম অধ্যাপক ইউনুস এমপির সফল কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। উল্লেখ্য যে অধ্যাপক মোঃ ইউনুস ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা। উপস্থিত সকলে মিলাদ ও দোয়ার পূর্বে অধ্যাপক মোঃ ইউনুছ এর কবর জেয়ারত করেন।