জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

মোঃ বাছির উদ্দিনঃ
জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুনসহ বিভিন্ন বীমা সংস্থার কর্মকর্তাবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া