জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি।।
১২ জানুয়ারি ২০২৩ জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে আদর্শ সদর উপজেলার সুবরাতি শাহজাদি মেমোরিয়াল বহুমুখি উচ্চ বিদ্যালয়ে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে” চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নূরুল হক, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহেল আহমেদ ভূইয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, কুমিল্লা, গোলাম মোস্তফা, প্রশিক্ষক, শিশু একাডেমি, কুমিল্লা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ০২টি গ্রপে পুরস্কার বিতরণ করা হয়। ৩য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত গ্রপ (ক) হিসেবে ১ম, ২য় ও ৩য় স্থান হিসেবে পুরস্কার প্রদান করা হয় ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত গ্রপ (খ) হিসেবে ১ম, ২য় ও ৩য় স্থান হিসেবে পুরস্কার প্রদান করা হয়। আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক, সুবরাতি নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্বাগত বক্তব্য রাখেন, নুরজাহান বেগম, সহকারী প্রধান শিক্ষক সুবরাতি শাহজাদি মেমোরিয়াল বহুমুখি উচ্চ বিদ্যালয়।

  • কুমিল্লা