কুমিল্লার চৌদ্দগ্রাম ও চান্দিনায় মডেল মসজিদের উদ্ধোধন

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রাম ও চান্দিনায় নব-নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে। গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুমিল্লার চৌদ্দগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, চট্রগ্রাম বিভাগের (ভারপ্রাপ্ত) বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার), চট্টগ্রাম গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের,ইসলামী ফাউন্ডেশনের চট্রগ্রাম বিভাগের পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসানসহ অন্যরা।

  • চৌদ্দগ্রাম