কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

নেকবর হোসেনঃ
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং সেচ্ছাসেবী সংস্থাসমূহের আয়োজনে টাউন হল বীরচন্দ্র নগর মিলনায়তনের অডিটোরিয়ামে কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুৃমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহার উদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য মিসেস পাপড়ি বসু,অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। এর আগে বেলুন এবং কবুতর উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন করেন কুৃমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহার উদ্দিন বাহার। পরে কুৃমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • কুমিল্লা