স্টাফ রিপোর্টার।।
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৬ জোনাল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে নোয়াখালি সফরে গিয়েছে কুমিল্লা অনূর্ধ্ব ১৬ জেলা ক্রিকেট দল। নোয়াখালি ভেন্যুতে ১৭ জানুয়ারি চট্টগ্রাম, ১৯ জানুয়ারি ল²ীপুর ও ২১ জানুয়ারি রাঙ্গামাটির সাথে খেলবে কুমিল্লা জেলা দল। সোমবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে নোয়াখালির উদ্দেশ্যে রওনা দিয়েছে কুমিল¬া অনূর্ধ্ব ১৬ জেলা দল। কুমিল্ল¬া অনূর্ধ্ব ১৬ জেলা দলকে বিদায় জানান কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক খায়রুল আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক বাদল খন্দকার, সদস্য মোজাহার উদ্দিন সেন্টু কোষাধ্যক্ষ আল আমিন ভূইয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির ও জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও ক্রিকেট কোচ মোঃ নুরুল্লাহ।