‘ ৭৮ লক্ষ ৪৩ হাজার টাকার মাদকদ্রব্য উদ্ধার’ বুড়িচংয়ে ছয় মাসে ৮৯টি মামলায় ১০৮জন আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বুড়িচং উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকসেবী ও ব্যবসায়ীদের আনাগোনা বেশি থাকে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেনের দিকনির্দেশনায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং বিভিন্ন সড়কে চেকপোষ্ট বসিয়ে মাদক উদ্ধার করা হয়। মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষে ইউনিয়ন ভিত্তিক আলোচনা সভার কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসাধারণকে মাদকের কূফল সর্ম্পকে অবহিত করছেন। মাদক মুক্ত বুড়িচং গড়ার লক্ষ্য নিয়ে গত ৬ মাসে ৭৮ লক্ষ ৪৩ হাজার ৬শত টাকার মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে এবং ৮৯টি মামলায় ১০৮জনকে আটক করা হয়েছে। বুড়িচং থানা সূত্রে জানা যায়, ২০২৩ইং সালের জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত ৬ মাসে বুড়িচং থানার পুলিশ ৭৮ লক্ষ ৪৩ হাজার ৬শত টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং ৮৯টি মামলায় ১০৮জনকে আটক করেছে। জানুয়ারী মাসে ১৬টি মামলায় ১৯জনকে আটক করেছে এবং ৮১ কেজি গাঁজা, ৩৩০ বোতল স্কাপ সিরাপ, ৩৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৫হাজার ২শত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে যার আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৯৫ হাজার টাকা। ফেব্রæয়ারী মাসে ১৯টি মামলায় ২২ জনকে আটক করেছে এবং ১৩৫ কেজি গাঁজা, ৩ হাজার ৮০পিচ ইয়াবা ট্যাবলেট, ৩৬ বোতল স্কাপ সিরাপ, ১৪ বোতল ফেন্সিডিল, ৭বোতল হুইস্কি, ৯ বোতল বিয়ার উদ্ধার করেছে যার আনুমানিক মূল্য ২২ লক্ষ ৯৪ হাজার টাকা। মার্চ মাসে ১৫টি মামলায় ২০জনকে আটক করেছ এবং ৯ কেজি গাঁজা, ৯৮০পিচ ইয়াবা ট্যাবলেট,১৯ বোতল স্কাপ সিরাপ, ৬ বোতল হুইস্কি উদ্ধার করেছে যার আনূমানিক মূল্য ১২ লক্ষ ২৬ হাজার ৫শত টাকা। এপ্রিল মাসে ১৮টি মামলায় ২৪ জনকে আটক করেছে এবং ৮ কেজি গাঁজা, ১হাজার ৫শথ ৯৭পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৯ বোতল স্কাপ সিরাপ, ১৫ বোতল হুইস্কি, ১৮ বোতল বিয়ার, ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে যার আনূমানিক মূল্য ১৩ লক্ষ ৯২ হাজার ৬শত টাকা। মে মাসে ১২টি মামলায় ১৪ জনকে আটক করেছে এবং ৬৪কেজি গাঁজা, ৩৫০পিচ ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে যার আনূমানিক মূল্য ৭ লক্ষ ৬০ হাজার টাকা। জুন মাসে ৯টি মামলায় ৯জনকে আটক করেছে এবং ৬৯কেজি গাঁজা, ২শত পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৮ বোতল ফেন্সিডিল, ৩ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করেছে যার আনূমানিক মূল্য ৭ লক্ষ ৭৫ হাজার টাকা। বুড়িচং থানার অফিসার ইনর্চাজ মোঃ ইসমাইল হোসেন বলেন, বুড়িচং থেকে মাদক নির্মূল করা হবে। বুড়িচংকে মাদক মুক্ত করতে পুলিশ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। মাদকের সাথে কোন প্রকার আপোষ নেই। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • বুড়িচং