৫২ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালী ও আলোচনা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

“সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান এর সভাপতিত্বে ও মহালক্ষীপাড়া সমবায় সমিতির সভাপতি এনামুল হক সুমন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। এসময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ, আক্তার হোসেন, মোঃ জামাল হোসেন, গাজী আব্দুল হান্নান, নজরুল ইসলাম সুমন, কবির আহাম্মেদ, গাজীউল হক, আব্দুল খালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়বৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া