সুস্থ জীবন যাপনে স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই – আবুল হাসান খান এমপি

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
সুস্থভাবে বেঁচে থাকতে হলে পরিমিত খাদ্যাভাস, নিয়মিত ব্যায়াম ও সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। সুস্থ জীবন যাপনে আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে।” ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে ডায়াবেটিস সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা এবং আপনজন সম্মাণনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এডভোকেট আবুল হাশেম খান এমপি এসব কথা বলেন। শুক্রবার সকালে উপজেলার ব্রাহ্মণপাড়া ডায়বেটিক হাসপাতাল মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সম্মাণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আপনজন সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানের আজীবন সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, আজীবন সদস্য ডা. লুবনা ইয়াছমিন ও আজীবন সদস্য ও কার্যকরী কমিটির সদস্য ডা. আতাউর রহমান খন্দকারের হাতে।
এতে সমিতির সহ সভাপতি কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আ হ ম তাইফুর আলম, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সাবেক আইনমন্ত্রী প্রয়াত এডভোকেট আবদুল মতিন খসরুর সহধর্মিণী সেলিনা সোবহান খসরু, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ নজরুল ইসলাম, ডাঃ জসিম উদ্দিন খন্দকার, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম, ডাঃ কামাল হোসেন, ডাঃ লুবনা ইয়াসমিন, এডভোকেট গোলাম ফারুক, সি সি এন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তারেকুল ইসলাম,অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, কুমিল্লা জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম টিটু, এডভোকেট মাহাবুব আলম, এডভোকেট ইব্রাহিম, এডভোকেট সেলিম মিয়া, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, সাবেক ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল সরকার, ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা খোরশেদ আলম, কুমিল্লা নবাব ফয়েজুন নেসা স্কুলের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহাম্মদ লাভলু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আবদুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়নসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া