“সার্ভার সমস্যার অজুহাত” বুড়িচং-বাহ্মণপাড়ার বিভিন্ন ইউনিয়নে জন্মনিবন্ধনে ভোগান্তি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

নতুন বছর আসার আর মাত্র অল্প কয়দিন বাকী। নতুন বছরে স্কুলে ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। জীবনের প্রথম পা রাখবে শিক্ষাঙ্গনে। এতে অভিভাবকদের মধ্যে থাকে সীমাহীন কৌতুহল। কচি শিশুদের স্কুল, মাদরাসা ও কিন্ডারগার্টেনে ভর্তি করতে হলে প্রথমে প্রয়োজন হয় ভর্তি হওয়ার উপযুক্ত বয়স প্রমাণ। বয়স প্রমাণের জন্য প্রয়োজন হয় জন্মনিবন্ধন সনদ। বর্তমানে অনলাইনে এই সনদ পেতে হলে অভিভাবকদেরকে রীতিমত যুদ্ধ করতে হয়। অপর দিকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন কার্ড করতে এবং নবম শ্রেনীতে ভর্তি হওয়ার জন্য বাংলা জন্মনিবন্ধন সনদের সাথে ইংরেজি অনলাইন প্রিন্টের জন্মনিবন্ধন সনদ স্কুল ও মাদরাসায় জমা দিতে হয়। এই সনদ পেতে কিংবা অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি,পেতে ইউনিয়ন পরিষদের বারান্দায় দিনের পর দিন হাঁটতে হয়। একটা সনদের কপি অনলাইনে প্রিন্ট করতে সপ্তাহ ও মাস ঘুরতে হয় ইউনিয়ন পরিষদগুলোতে। সার্ভার সমস্যার থাকার অজুহাতে সাধারণ মানুষ দিনের পর দিন অপেক্ষা করতে হয়। পরিষদের দায়িত্ব প্রাপ্ত ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তরা সার্ভার না থাকার অজুহাত দেখিয়ে অনেককে অপেক্ষা করতে বলেন। স্কুলের শিক্ষকের চাপে থাকার কারনে অভিভাবকরা টাকা পয়সার বিনিময়ে জন্মনিবন্ধন সনদ পাওয়ার জন্য দৌড়াঁতে থাকে বিভিন্ন লোকজনের নিকট। এই সুযোগে বিভিন্ন ইউনিয়ন পরিষদে এক শ্রেণীর দালালের সৃষ্টি হয়। দালালদের হাতে অনেক অভিভাবকদের হয়রানী করার অভিযোগ রয়েছে। বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর গ্রামের জয়দল হোসেন বলেন, ইউনিয়ন পরিষদে ৭ দিন ঘুরে নাতি রিফাতের জন্মনিবন্ধনের অনলাইন কপি আনলাম। বুড়িচং গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে মোঃ জামাল হোসেন বলেন, জন্মনিবন্ধন নিয়ে ভোগান্তির শেষ নেই। আমি নিজেও চারবার ভোগান্তির শিকার হয়েছি। পরিষদের লোকজন টাকা ছাড়া কিছুই বুঝে না। টাকা হলে সার্ভার থাকে আর টাকা নাই তো সার্ভার নেই। এভাবেই প্রতিদিন শত শত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। শুধু সার্ভার সমস্যা থাকে। এভাবে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে সাধারন মানুষ। প্রতিদিনই ইউনিয়ন পরিষদ চত্বরে জন্মনিবন্ধনের আবেদনকারীদের ভীর লেগেই থাকে। সচেতনমহল মনে করেন, জন্মনিবন্ধনের সার্ভারটিকে আরোগতিশীল করা প্রয়োজন এবং আরো উন্নত করা প্রয়োজন। যেন প্রত্যকটি নাগরিক ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা নিশ্চিন্তে পেতে পারে। সার্ভার সমস্যার কথা বলে যেন আর কাউকে হয়রানী করতে না পারে।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া