সরকারিকৃত বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীর এডহক নিয়োগ ও যোগদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন সরকারি বঙ্গবন্ধু কলেজে দীর্ঘ যাচাই-বাছাই শেষে অধ্যক্ষসহ ১৩ জন শিক্ষক এবং ১০ জন কর্মচারীসহ মোট ২৩ জনকে এডহক নিয়োগ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সোমবার (২১ মে) অধিদপ্তরের জারি করা এক আদেশে এসব শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। (২২ মে) সোমবার কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ ও সকল শিক্ষক এবং কর্মচারীরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। ‘সরকারিকরণকৃত কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ এর বিধি ও -৫ এবং বিধি ৬ এ বর্ণিত বিধান মোতাবেক সরকারিকরণের তারিখ ৮ আগষ্ট ২০১৮ হতে উক্ত কলেজে তাদের নামের পাশ্বে বর্ণিত পদে ও নিম্নবর্ণিত শর্তে রাজস্ব খাদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলো। যথাযথ প্রক্রিয়ায় অধ্যক্ষসহ ১৩ জন মোট ২৩ জন কর্মচারীর চাকরি নিয়মিত করা হবে বলে আদেশে জানানো হয়। উল্লেখ্য, ২০১৮ খ্রিস্টাব্দের ৮ আগস্ট কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে বঙ্গবন্ধু কলেজটি সরকারি করা হয়। এবিষয়ে অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, প্রয়াত এমপি এড. আবদুল মতিন খসরু, প্রতিষ্ঠাতা সুলতান আহাম্মদ ও কলেজের দাতা সদস্য ও আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরীসহ কলেজ প্রতিষ্ঠা ও জাতীয়করণের সাথে সংশ্লিষ্ট সকলকে। এছাড়া স্থানীয় এমপি এড. আবুল হাসেম খান মহোদয়, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের এবং ইউএনও সোহেল রানা মহোদয়সহ ব্রাহ্মণপাড়াবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

  • ব্রাহ্মণপাড়া