সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে….…জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
শুধু রাজনীতিবিদ ও সরকারি চাকরিজীবীদের মাধ্যমে আগামীদিনের সোনার বাংলা গড়া সম্ভব নয়। সেজন্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের কাছে পৌঁছে দিতে হবে। তবেই এ দেশ হবে স্মার্ট বাংলাদেশ। বুধবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম উপজেলার জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ন কবির, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, প্রধান শিক্ষক আবু হানিফ, গোলাম মোস্তফা, মমিনুল হক ভূইয়া, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ফরিদ উদ্দিন, জহিরুল হক, সাইফুল ইসলাম আলাউল আকবর, ওমর ফারুক, আতিকুর রহমান রিয়াদ, আনিসুর রহমান ভূইয়া রিপন, মনির হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম ও ইদ্রিস মিয়া মাষ্টার, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাছান, মৎস্য কর্মকর্তা জয় বণিক, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাছান, বিআরডিবি কর্মকর্তা কাজী শফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা এবিএস মুসা মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোস্তফা ছারোয়ার খান ও মনিরুল হক, অর্থ সম্পাদক প্রভাষক রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, তথ্য আপা মুনিরা বেগম, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তবর্গ। পরে জেলা প্রশাসক মাধবপুর এলাকায় প্রধানমন্ত্রী’র উপহার ঘর নির্মানের কাজ ও নির্মাণের জন্য বরাদ্দকৃত ভুমি পরিদর্শন করেন।

  • ব্রাহ্মণপাড়া