সবজি চাষের আওতায় এসেছে স্বাস্থ্য কমপ্লেক্সের পতিত জমি ও আঙিনা

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকার কোয়ার্টারে ও স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা ও পতিত জমি প্রস্তুত করে সবজি চাষের আওতায় নিয়ে আসেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিকের বাসিন্দারাসহ কমপ্লেক্সের অন্যান্য লোকজনের মিটবে পুষ্টির চাহিদা। জানা গেছে, এর আগে হাসপাতাল কোয়ার্টারের আঙিনায় সবজি চাষ করে প্রশংসিত হয়েছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা। এতে উদ্বুদ্ধ হয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন স্বাস্থ্য কমপ্লেক্সের পতিত জমি ও আঙিনা প্রস্তুত করে সবজি চাষের আওতায় নিয়ে আসেন। এসব পতিত জমিতে আবাদ করছেন নানা জাতের শীতকালীন সবজি। এ গুলোর মধ্যে রয়েছে, শিম, টমেটো, বেগুন, কাঁচামরিচ, লাল শাক, পুঁইশাক, মুলা, পেঁপে ও শসা। এ ছাড়াও তিনি ভেষজ বাগানে রোপণ করছেন নানা ধরনের ঔষধ গাছ। করছেন নানা প্রজাতির ফুল গাছের সমন্বয়ে ফুলের বাগান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার ও কমপ্লেক্সের সব পতিত জমি ও আঙিনা এসেছে সবজি চাষের আওতায়। প্রস্তুত করা হচ্ছে পতিত জমি। এতে আবাদ করা হচ্ছে শিম, টমেটো, বেগুন, কাঁচামরিচ, লাল শাক, পুঁইশাক, মুলা, পেঁপে ও শসা জাতীয় নানা ধরনের শীতকালীন সবজি। এছাড়াও কোন কোন অংশে লাগানো হচ্ছে নানা ধরনের ফুলের চারা। ভেষজ বাগানে লাগানো হচ্ছে বিলুপ্তির পথে হাঁটা নানা ঔষধি গাছ। ফলে হাসপাতালের পরিবেশ হয়ে উঠছে সবুজ শ্যামল ও মনোমুগ্ধকর। হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা অনুপ্রাণিতও হচ্ছেন বলে জানান স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের আঙিনা ও অন্যান্য পতিত জমি প্রস্তুত করে শীতকালীন সবজি চাষের আওতায় নিয়ে এসেছি। এতে এই কমপ্লেক্সের আবাসিকের বাসিন্দাদের মিলবে পুষ্টির চাহিদা। এ ছাড়াও নানা জাতের ফুলের চারা রোপণ করেছি। ভেষজ বাগানে রোপণ করেছি নানা ঔষধি গাছ । এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেষজ বাগানে সংরক্ষিত থাকবে ঔষধি গাছ ও উদ্ভিদ।

  • ব্রাহ্মণপাড়া