ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নির্বাচনবিহীন গভর্নিং বডির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নির্বাচনবিহীন নিয়ম বহির্ভূতভাবে গভর্নিং বডির কমিটি অনুমোদন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় ষাইটশালা স্কুল এন্ড কলেজের সচেতন অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের ষাইটশালা বাজারে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশের একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ষাইটশালা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মিজানুর রহমান ভূঁইয়ার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মোঃ মামুনুর রশিদ আখন্দ, মোঃ বশিরুল ইসলাম সরকার, মোঃ মনির হোসেন মালু, মোঃ আলমগীর ভূইয়া, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ ইসমাইল সরকার, মোঃ শাহজাহান মেম্বার, মোঃ নুর আহাদ সরকার, লুৎফর রশিদ সরকার, মোঃ সেলিম ভূইয়া, মোঃ আতিকুর রহমানসহ ষাইটশালা স্কুল এন্ড কলেজের সচেতন অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীরা। এসময় বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল ফরহাদ ভূইয়া ও অধ্যক্ষ শিবু চন্দ্র সরকার যোগ সাজশে অভিভাবক, দাতা সদস্য, প্রতিষ্ঠাতাদের অবগতি না করে গত ১০ ডিসেম্বর রবিবার নতুন কমিটি অনুমোদন করেন। বিভিন্ন ছলছাতুড়ি করে নতুন একটি নির্বাচনবিহীন অবৈধ কমিটি গঠন করেন। এলাকাবাসীকে কোন কিছু না জানিয়ে রাতের আঁধারে বিদ্যালয়ের সভাপতি ও অধ্যক্ষ জোরপূর্বক একটি নকল কাগজের মাধ্যমে নির্বাচন দেখিয়ে একটি অবৈধ কমিটি গঠন করে। এছাড়া বিদ্যালয়ের অবৈধ সভাপতি মোঃ আবুল ফরহাদ ভূইয়া জায়গা সংক্রান্ত একটি মামলা বিদ্যালয়ের বিরুদ্ধে করে বিদ্যালয়ের সুনাম নষ্ট করেছে। অতি তাড়াতাড়ি বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও এলাকাবাসীকে কমিটির বিষয়ে কোনকিছু না জানিয়ে একটি অবৈধ কমিটি করেছে। এতে তীব্র নিন্দা ও বিদ্যালয়ের সভাপতি মোঃ আবুল ফরহাদ ভূইয়াসহ এই অবৈধ কমিটি বাতিল করে সকলকে নিয়ে বিধি মোতাবেক নতুন কমিটি গঠন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া