নগরীর গর্জনখোলা হতে দেড় লাখ বিদেশি আতশবাজিসহ এক চোরাকারবারি আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

নেকবর হোসেনঃ
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গর্জনখোলা এলাকা থেকে ১ লাখ ৪৪ হাজার ভারতীয় আতশবাজিসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃত যুবকের বাড়ি কুমিল্লার কোতয়ালী মডেল থানার পাঁচথুবী দক্ষিণ পাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইউনুস মিয়া। র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গর্জনখোলা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানে একটি পিকআপ ভর্তি ১ লাখ ৪৪ হাজার ভারতীয় আতশজবাজিসহ উদ্ধার করা হয়। এ সময় সিফাতুল্লা সাকিব (২২) নামে এক যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত জব্দকৃত পিকআপ ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আতশবাজিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী অবৈধভাবে বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • কুমিল্লা