শিদলাই ইউনিয়ন এখন আর আতঙ্কের জনপদ নয়- সাইফুল ইসলাম আলাউল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

তৃণমূল ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। তরুণ এই নেতা হয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ব্রাহ্মণপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল শিদলাই ইউনিয়ন । শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে দেশের বড় বড় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই জনপদের অনেক জ্ঞানী-গুনীজন। এর মধ্যে তরুণ মানবতার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। ২০০০ সাল থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে ছাত্রলীগে যোগদান করার মধ্যে দিয়ে তার রাজনীতি শুরু হয়। প্রয়াত আইমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরুর হাতকে শক্তিশালী করতে কাজ করেছেন। গত ২০২১ সালের ডিসেম্বর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে জয়লাভ করে এলাকায় বেশ চমক দেখান এই তরুণ নেতা। নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখে সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ সমর্থিত, যুবসমাজ ও তারুণ্যের অহংকার, ইউনিয়নবাসীর প্রিয়মুখ সাইফুল ইসলাম আলাউল আকবর। জয়ের পর পরই হাল ধরেছেন ইউনিয়নের সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার লক্ষ্যে। খুব অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছেন মেহনতি মানুষের মনে। বিগত দেড় বছরে উন্নয়নের ধারা ব্যাহত হতে দেননি তিনি। সফলতা ছিলো চোখে পড়ার মত। যুব সমাজের মনিকোঠায় তিনি অপ্রতিরোধ্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, যার পরিপ্রেক্ষিতে তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করতে সক্ষম হয়েছেন। তিনি শুধু নিজ এলাকায়ই নয়, উপজেলার সর্বসাধারনের কাছে দলমত নির্বিশেষে এক ব্যাপক গ্রহণযোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে প্রতীয়মান হয়েছেন। তিনি জনসেবা প্রধানের মাধ্যমে একজন সফল জনবান্ধব চেয়ারম্যান হিসেবে এলাকায় অধিষ্ঠিত। এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনবান্ধব ও বিচক্ষণ এই চেয়ারম্যান। বিগত দেড় বছরে ইউনিয়নের সার্বিক পরিস্থিতি নিয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, আমাদের ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন। এই ইউনিয়নে আগে আতঙ্কের জনপদ থাকলেও বর্তমানে একটি শান্তির ইউনিয়ন হয়েছে। বর্তমানে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এই ইউনিয়নে নেই। সময়ে ও দূর্যোগের কারনে কিছু কাজ পিছিয়ে গেলেও এলাকার উন্নয়ন চোখে পরার মতো। বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী এলাকার সাথে সংযোগ স্থাপনের জন্য কিছু ব্রিজ এর কাজ শেষ ও কিছু চলমান রয়েছে। এছাড়াও কালভার্ট, ব্রীজ, রাস্তা মেরামত করা হয়েছে ,যোগাযোগ ব্যাবস্থা আরো উন্নত করার লক্ষ্যে তৃণমুল থেকে আগে কাজ শুরু করেছি। তাছাড়াও সরকার কর্তৃক সকল প্রেরিত সুবিধা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে নিরলস পরিশ্রমে কোন ঘাটতি রাখিনি। বিধবাভাতা,বয়স্কভাতা, পঙ্গুভাতা, ৩০ কেজির চাল,১০ কেজির চাল প্রত্যেক সুবিধা বঞ্চিত মানুষের হাতে হাতে পৌছে দিয়েছেন বলে জানান তিনি । ইউনিয়নে বসবাসরত জনগণ মনে করেন, তাদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর একজন সদালাপী, পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে যথেষ্ট নিবেদিত। অত্র ইউনিয়ন পরিষদ এলাকায় প্রতি বছরই শিক্ষার হার আনুপাতিক হারে বাড়ছে। ইউনিয়নটিতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকার ঘোষিত সকল প্রকার সুবিধাদি পাচ্ছেন ইউনিয়নে বসবাসকৃত সর্বসাধারণ। এছাড়াও গ্রাম পুলিশ কমিটি রয়েছে ইউনিয়নটিতে, যারা সার্বক্ষনিক এলাকার আইন-শৃংখলা রক্ষায় এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে। প্রতিমাসে মাসিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার সার্বিক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়ে থাকে। বিশেষ করে অনলাইনে জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ইভটিজিং বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনে প্রয়োজনীয় ভূমিকা পালন করেন ইউপি চেয়ারম্যান। তিনি বলেন, যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবো, এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের আন্তরিকতা ও নিরলস ভালোবাসায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।

  • ব্রাহ্মণপাড়া