শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধূলায় মনোযোগী হতে হবে-আবু জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদেরকে জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধূলায় মনোযোগী হতে হবে। খেলাধুলায় শিশু মনকে বিকশিত করে। মন প্রফুল্ল রাখে। এতে তাদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পায়। নিজের দক্ষতা ও জ্ঞানের কারণে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গণি বুড়িচং-ব্রাহ্মণপাড়া গন্ডি পার হয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন। প্রতিটি মানুষ পরকালে তার নিজ নিজ কর্মফল ভোগ করতে হবে। তাই দুনিয়ায় থাকতে পরকালের চিন্তা ভাবন করে কার্যক্রম পরিচালনা করতে হবে। গত ১ মার্চ বুড়িচং উপজেলার লড়িবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ এম এ জাহের। বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোসাঃ ফাতেমা আক্তার নিপার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার,সহকারী শিক্ষা অফিসার আবদুল মোতালেব, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস ছালাম। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক সভাপতি মোঃ নোয়াব মিয়া, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাকশীমুল ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, রাজাপুর ইউনিয়ন আওয়মীলীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দীন, মো. বিল্লাল হোসেন, প্রধান শিক্ষক জামসেদ আলম, প্রধান শিক্ষক ইউনুস স্বপন, মো. আনোয়ার হোসেন জামাল, রেজাউল করিম, কাজী রুহুল আমিন, মো. জসিম উদ্দীন মাস্টার, মো. জসিম উদ্দীন মাস্টার-২ ইঞ্চি. মোবারক, মো. হুমায়ন কবির, ছাত্রলীগ নেতা মো. মোশারফ হোসেন, প্রবাসী মনির হোসেন, শিক্ষক নাজমুল হাসান মাস্টার প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া