শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে -এম এ জাহের

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি জাতির অবকাঠামোগত উন্নয়নের পূর্ব শর্ত জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। তাই শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। তাই আসুন সবাই মিলে আধুনিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দেই। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বড়ধুশিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা-৫ আসনের সাংসদ আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। ইউপি চেয়ারম্যান ও বড়ধুশিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে মাদ্রাসার সুপার মাও. মোঃ আবুর কালাম এর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বড়ধুশিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল ভূইয়া, মাদ্রাসা পরিচালনা পর্ষদ সদস্য কামরুল হাসান ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ ফখরুল আমিন ভূইয়া, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক মোঃ অপু সারোয়ার। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা নাসির উদ্দীন কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া