শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সারে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১৮ টি পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, মাগরিব নামাজের পর পর প্রতিমা বিসর্জন, আনসার ও পুলিশের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। এসময় সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম (আলাউল) আকবর, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহামেদ, এজিএম আজাহারুল ইসলাম আবির, অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াছমীন, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, উপজেলা পূজামন্ডপ কমিটির সভাপতি সঞ্জিব কুমার দেব, সাধারণ সম্পাদক কিশোর কুমার দাস, সাংগঠনিক সম্পাদক কাজল চন্দ্র সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া