লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে….আবু জাহের এমপি

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

শুধু লেখাপড়া করলেই হবে না। সুস্থ ও সুন্দর দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলে লেখাপড়ার পাশাপাশি মাদক থেকে দুরে থাকা যাবে। প্রত্যেক শিক্ষার্থীদেরকে স্কুলে খেলাধুলায় অংশগ্রহন করতে হবে। এতে করে মন-মানসিকতা সুস্থ থাকবে। শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরে অবস্থিত ওশান হাই স্কুলে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, খেলাধুলা করলে মাদক থেকে দুরে থাকা যায়। যেকোন খেলাধুলা স্বাস্থ্যের জন্য উপকার। একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। অনুষ্ঠানে ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রফিকুল ইসলাম ও নেয়ামত উল্লাহ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক ঠিকাদার, সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, স্কুলের সভাপতি নাজমুল হাসান শরীফ। এসময় বিআরডিবি চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল মেম্বার, মনিরুল হক, বাবুল করিম মাহাজনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া