লালমাই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান শাহীন বিজয়ী

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ কামরুল হাসান শাহীন। নির্বাচনে তিনি পেয়েছেন ২৩হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রার্থী আবদুল মমিন মজুমদার পেয়েছেন ৮ হাজার ৮২১ ভোট। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ১৯ হাজার ৪ শ’ ৭৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী মাহমুদা আক্তার ২২ হাজার ১৬৪ ভোট পেয়ে জয় লাভ করেন। অপরদিকে কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী মোঃ আবদুস সালাম ৬ হাজার ২ শ ২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ফারুক হোসেন ভূইয়া ৮ হাজার ২ শ ২৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।
বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ, বরুড়ার শিলমুড়ি উত্তর, শিলমুড়ি দক্ষিণ এবং দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

  • লালমাই