লালমাইয়ে বিদেশ ফেরত প্রবাসীদের কল্যাণমূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

“প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি ” এ ¯েøাগান নিয়ে ১৬ ই মে বৃহস্পতিবার বেলা ৩ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কুমিল্লা ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কতৃক বাস্তবায়নে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন: একত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্পের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার। কুমিল্লা ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: আলী হোসেন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন জয়, উপজেলা কৃষি অফিসার অলি হালদার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফরহাদ আলম খান, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের লালমাই শাখা ব্যবস্থাপক নাছরিন আক্তার, লালমাই থিয়েটারের সভাপতি ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিদেশ ফেরত পুরুষ ও নারী প্রবাসীগন, বিভিন্ন ইউনিয়নের মেম্বার, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। ২০১৫ সাল হতে বিদেশ ফেরত কর্মীগণ প্রকল্প সুবিধা অন্তর্ভুক্ত এককালীন নগদ প্রণোদনা ১৩,৫০০ টাকা সহায়তা পাবেন। ওয়েলফেয়ার সেন্টারে নিয়মিত রেজিষ্ট্রেশনের পাশাপাশি উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধির সম্পৃক্ততার মাধ্যমে স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পের ডাটাবেজে আপনার নাম নথিভুক্ত করে রেফারেলের মাধ্যমে কাক্সিক্ষত সেবা গ্রহণ করবে।

  • লালমাই