রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরীর জানাজা সম্পন্ন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক অবসরপ্রাপ্ত বিজিবি হাবিলদার মকবুল হোসেন চৌধুরী গত শুক্রবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ১০৫ বছর । তিনি স্ত্রী তিন ছেলে পাঁচ মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরীর ছেলে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ মামুন চৌধুরীর। বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন চৌধুরী বহু সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন, তিনি রাণীগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন। মরহুমের নামাজে জানাজা পরদিন শনিবার বাদ যোহর রানীগাছ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার শুরুতে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। উক্ত গার্ড অফ অনারের নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসার সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা এবং পুলিশের একটি দল। এছাড়াও বিজিবির পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক দুই দুইবারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোস্তফা ছরোয়ার খান,মাধবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ, মাধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার নুরুল ইসলাম, মোঃ নোয়াব মিয়া,কাউন্সিলর গোলাম কিবরিয়া,ব্রাহ্মণপাড়া উপজেলার বিএনপি দপ্তর সম্পাদক হেদায়েতুল্লাহ,বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নসির ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সম্রাট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সবুজ, মাহবুব চৌধুরী বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক অবস্থানে দাফন করা হয়।

  • ব্রাহ্মণপাড়া