রংধনু সংগঠনের উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার ভান্তি গ্রামে রংধনু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক মাদ্রাসার ছাত্রদের মাঝে সাইকেল, শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ করা হয়েছে। রবিবার( ৫ নভেম্বর) বিকালে ভান্তি জামে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে এগিয়ে এসেছে সমাজের প্রবাসী ও বিত্তবানরা। মাদ্রাসা ছাত্র ও শিশু-কিশোরদের নামাজের দিকে আকৃষ্ট করার জন্য এই পুরস্কার বিতরণ করা হয়। মসজিদে নিয়মিত ৪১ দিন নামাজ পড়ুয়া মাদ্রাসা ছাত্রদের মধ্যে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হারুন অর রশিদ, মালয়েশিয়া প্রবাসী মোঃ আমির হোসেন, মোর্শেদ। সংগঠনটির সভাপতি মোঃ শরীফ হোসেন বলেন,আমাদের নিজেদের পাশাপাশি গ্রামের যারা দেশবিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত আছে, তাদের সহযোগিতায় পূর্বে আমরা গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সাহায্য ও ঈদ সামগ্রী বিতরণ, মসজিদের উন্নয়ন কাজে আর্থিক সহযোগিতা ও গ্রাম উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার হাত বাড়ানো সম্ভব হয়েছে। আশাকরি ভবিষ্যতে সমাজের সবাই আমাদের এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে দাঁড়াবে, তাহলে আমরা অনেক সমাজ উন্নয়ন কাজ করতে সক্ষম হব। পুরস্কার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সদস্য সোহেল, বাপ্পি, শরীফ, নিলয়, হৃদয়, শাকিল, আতিক, নাজমুল, ইমরান, বাবু, রাজিব, সজীব, নোমান, নয়ন, পাবেল, ইব্রাহিম, বিল্লাল, সিয়াম, সাগর, হাসান, শুভ, নাজমুল, বিজয়, সুজন, মাঈন উদ্দিন, রাব্বি, ইয়াছিন প্রমুখ।

  • বুড়িচং