যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণপাড়ায় মহান বিজয় দিবস পালিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে৷
শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়৷ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৬.৩৫ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ সকাল ৮ টায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার- ভিডিপি, বিএনসিসি, সামাজিক সংগঠন, বিভিন্ন শিশু সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়৷ পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়৷ সকাল ১০ টায় উপজেলা পরিষদ মডেল স্কুলে মুক্তিযুদ্ধ ভিক্তিক চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নুত্য ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বেলা ১১ টায় ভগবার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে একটি বিজয় র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়৷ পরে ১১.৩০ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধাদের প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধণা ও প্রিতিভোজ অনুষ্ঠিত হয়৷ পরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে, বঙ্গবন্ধুর সোনার গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
এছাড়াও বাদ জোহর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত, বিকেলে উপজেলা প্রশাসন বনাম মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রিতিফুটবল প্রতিযোগিতা, সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) স ম আজহারুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম সুজন৷ এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

  • ব্রাহ্মণপাড়া