যতদিন বেঁচে থাকব বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগনের কল্যানে কাজ করে যাব..সাজ্জাদ হোসেন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৮০ ও ৯০ দশকের ছাত্রলীগের নের্তৃবৃন্দদের মিলনমেলা ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার ৮ ইউনিয়নের ৮০ ও ৯০ দশকের ছাত্রলীগের আয়োজনে নয়ন আধুনিক কমিউনিটি সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানের সকল ছাত্রলীগের নের্তৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক শাহ আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, জন্মলগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছি। বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার জনগনের কল্যানে কাজ করে যাচ্ছি। ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করে হাটি হাটি পা পা করে আজ এতদূর পর্যন্ত এসেছি। অনেক প্রতিকুলতার মধ্যেও আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে যাইনি। যতদিন বেঁচে থাকব বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসীর কল্যানে কাজ করে যাব। এসময় বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক ডঃ এস এম জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুর-উর-রহমান মাহমুদ তানিম, কুমিল্লা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক, বিল্লাল হোসেন চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য নাসরিন আক্তার মুন্নি, কুমিল্লা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমসহ ব্রাহ্মণপাড়া উপজেলার ৮০ ও ৯০ দশকের বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রয়াত ছাত্রলীগ নেতা আবদুল মতিন খসরুসহ সকল প্রয়াত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের জন্য দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শেষে এক প্রীতিভোজের মধ্য দিয়ে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • ব্রাহ্মণপাড়া