মুরাদনগরে ৪টি ড্রেজার মেশিনসহ ৭ হাজার ফুট পাইপ বিনষ্ট

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪’টি ড্রেজার মেশিনসহ ৭ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। রবিবার বিকালে ও সোমবার দুপুরে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা। স্থানীয় কৃষকরা জানায়, পরমতলা ও কুড়াখাল এলাকায় তিন ফসলি কৃষি জমিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বছরের পর বছর মাটি উত্তোলন করে আসছে একটি মাটি খেকো চক্র। ড্রেজার ব্যবসায়ীরা প্রশাসনের বাধাঁ কোন ভাবেই মানছে না। উপায়ান্তু না দেখে স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবহন করা সম্ভব নয় বিধায় ৪’টি ড্রেজার মেশিনসহ মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ৭ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। অভিযান কালে মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে। মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন নিয়মিত অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে। কৃষি জমি রক্ষায় অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • মুরাদনগর