মুরাদনগরে সাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভা মানববন্ধন ও বিক্ষোভ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

মুরাদনগরে সাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামের সর্বস্তরের মানুষ ও এলাকাবাসী। স্থানীয় সূত্রে গেছে, ১৯৭০ সালে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার সাহেদাগোপ গ্রামের মৃতঃ রমজান আলী সওদাগর ছেলে হাজী কান্দার আলী সওদাগর তার নিজের জমিতে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। যা বর্তমানে সাহেদাগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচালিত। মৃত হাজী কান্দার আলী সওদাগরের ছেলে মরহুম আব্দুল জলিল সওদাগর। গত ১৫ জুন তারই ওয়ারিশ আব্দুল কুদ্দুছ সওদাগরকে স্কুল পরিচালনা পরষদ কমিটির সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ঠ একটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিটি বিদ্যালয় ব্যবস্থাপনা নীতিমালা ২০১৯ আইন মেনেই গঠন করা হয়। গত ১৬ ও ১৭ জুলাই বিভিন্ন অনলাইন, অঞ্চলিক ও জাতীয় কিছু পত্রিকায় “মুরাদনগরে ভুয়া দাতা সেজে স্কুল কমিটির সভাপতি!” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদে বলা হয়েছে আব্দুল কুদ্দুছ সওদাগরকে ভুয়া দাতা সদস্য বানিয়ে পরে সভাপতি বানানো হয়েছে। যা সম্পূর্ণ মিথা ও বানোয়াট। আব্দুল কুদ্দুছ সওদাগর দাতা হাজী কান্দার আলী সওদাগর ওয়ারিশ আব্দুল জলিল সওদাগরের ছেলে এবং ওয়ারিশ সূত্রে ও স্থানীয়দের সমর্থনে আব্দুল কুদ্দুস সওদাগরকে সভাপতি করা হয়েছে। ভিত্তিহীন এই সংবাদের প্রেক্ষিতে সাহেদাগোপ গ্রামের আপামর জনসাধারণ শনিবার সকালে সাড়ে ৯ টা (২২শে জুলাই) প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, দাতা সদস্য আ: ওয়াদুদ সওদাগর, দাতা সদস্য ও সাবেক সভাপতি শাহজাহান সওদাগর, দাতা সদস্য আ: কাইয়ূম সওদাগর, স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া, মহিলা ইউপি সদস্য মরজিনা বেগম, জালাল উদ্দিন, হবি মিয়া, নসু মিয়া, জীবন মিয়া, বিল্লাল মিয়া প্রমূখ।

  • মুরাদনগর