মুরাদনগরে যুবককে পিটিয়ে হত্যা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

মুরাদনগরে সেলিম নামে এক যুবককে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। লাশের উপরে উঠে নিত্য আনন্দ উল্লাস করেছে ওই সন্ত্রাসীরা। জানাযায়, গতকাল রবিবার দুপুরে (২৩ এপ্রিল) কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা মোচাগড়া গ্রামের আব্দুল রশিদের ছেলে মোঃ সেলিম (৩৫) কে পিটিয়ে হত্যা করেছে একই গ্রামের শিরাজ উদ্দিনের ছেলে তাজুল ইসলামের নেতৃত্বে মনির মোল্লা ছেলে শিরাজ, নূরে আলম ছেলে নুরু নবী, সাবেক চেয়ারম্যান মৃতঃ আব্দুল মতিন মিস্টারের ছেলে রিফাত, শিরাজ মিয়ার ছেলে ইকবাল, ইয়ার হোসেন ছেলে ছোটন, বাবুল মিয়ার ছেলে শাফায়াত হোসেন সহ অজ্ঞাতনামা আরো অনেকে।
নিহত সেলিম মিয়ার বড় বোন অরুনা বলেন, অন্য পাড়ার আরিফের ভাগনা বশিরের ছেলে জোনায়েদ কাঁচা আম পারে। আমার ঘরের পিছনে আম গাছ থেকে, কাঁচা আম পারছো কেন? আমি জিঞ্জাস করলে আমাকে চোখে মুখে আঘাত করে তাজু ইসলাম ও আরিফ। সেলিম আমাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বড়িতে এসে সাহেব সরদারকে জানালে তাজু ইসলাম ক্ষিপ্ত হয়ে সেলিমকে পিটিয়ে হত্য করে। লাসের উপর উঠে নিত্য আনন্দ উল্লাস করে। সন্তাসীরা যাবার পথে নিহত সেলিমের পকেটে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়। আমি আমার ভাই সেলিম হত্যার বিচার চাই। তাদের ফাঁসি চাই।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, সেলিম মিয়াকে এভাবে পিটিয়ে হত্যা করা হবে। বিষয়টি মর্মহত।
মুরাদনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আজিজুল বারী ইবনে জলিল বলেন, মোচাগড়া আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষ মরামারি ঘটনা ঘটেছে। বিবাদীরাই আহত সেলিমকে মুরাদনগর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার সেলিমকে মৃত ঘোষনা করেন। এব্যাপারে থানায় এখনও কোন অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সেলিমের মৃত দেহ কুমিল্লা কোচাইতলী সরকারী হাসপাতালে সুরতহালের জন্য পাঠানো হয়েছে।

  • মুরাদনগর