মুরাদনগরে প্রবাসী হত্যা মামলায় দুইজন কারাগারে

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কদমতলী গ্রামে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীদের হাতে নিহত আব্দুস সাত্তার হত্যার ঘটনায় আটক দুই আসামীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আসামীরা হলেন- কদমতলী গ্রামের আবুল হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (২৫) ও একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে মনির হোসেন (৪০)। নিহত আব্দুস সাত্তার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঁঠালিয়া কান্দা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে এসে ফরিদপুরে ভোষা মালের ব্যবসা করতেন। মঙ্গলবার বাড়িতে এসে পাশের গ্রাম কদমতলীতে গেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুস সাত্তারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বৃহষ্পতিবার নিহত আব্দুস সাত্তারের স্ত্রী আখি আক্তার বাদী হয়ে নামধারী ১৯ ও অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- কমদমতলী গ্রামের আব্দুল করিমের ছেলে আবুল হোসেন (৪৫), নসু মিয়া (৪০), ইউনুস মিয়া (৩২), শিশু মিয়া (৩৮), রাসেল মিয়া (৩৬), ইসমাইল মিয়া (৩৪) আল-আমিন (৩০), আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৫), মৃত আয়েত আলীর ছেলে আবদুল করিম (৭০), আব্দু মিয়ার ছেলে শাহজাহান (৫৫), শাহজাহান মিয়ার ছেলে এমদাদ মিয়া (৩০), বাতেন মিয়ার ছেলে মাইন উদ্দিন (৩০), মোক্তার মিয়ার ছেলে মনির হোসেন (৪০), কাজম আলীর ছেলে জাফর আলী (৪০), শাহজাহান মিয়ার ছেলে সাকিব মিয়া (৩০), আক্তার হোসেনের ছেলে রাজিব মিয়া (২২) দুলু মিয়ার ছেলে ছাব্বির মিয়া (২৫), সবুর মিয়ার ছেলে সাগর মিয়া (২২) ও আউয়াল মিয়ার ছেলে মিজান মিয়া (২০)। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টায় কদমতলী গ্রামের আসামী মনির হোসেনের বাড়ির উত্তর পাশে রাস্তা দিয়ে পারাপারের সময় পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা আসামীদ্বয় আব্দুস সাত্তারকে দা, রামদা, চাকু লোহার রডসহ দেশীয় অস্ত্রে দিয়ে মেরে জখম করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সাত্তারকে মৃত ঘোষনা করেন। মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, আব্দুস সাত্তার হত্যাকান্ডের দুইজন আসামীকে আটক করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বাকী আসামীদের আটক করতে অভিযান অব্যহত রয়েছে।

  • মুরাদনগর