মুরাদনগরের শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্ল্লা মুরাদনগরের শ্রীকাইল সরকারি কলেজের মাঠ থেকে শীর্ষ মাদকব্যবসায়ী লিটন মিয়াকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে বাঙ্গরা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত লিটন ১০টি মাদক মামলার পলাতক আসামী। সে মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল দত্তপাড়ার মৃত আবু ছালামের ছেলে । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২মে) রাত ১০টায় বাঙ্গরা বাজার থানাধীন ১নং শ্রীকাইল ইউনিয়নের শ্রীকাইল সরকারি কলেজ মাঠের দক্ষিন-পশ্চিম কোনায় থেকে কুখ্যাত শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তারঁ প্যান্টের পকেট থেকে দুইশত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশে তারঁ নেতৃত্বে বাঙ্গরা থানার পুলিশের একটি দল শ্রীকাইল কলেজে সামনে অভিযান চালিয়ে ১০মাদক মামলার পলাতক আসামী শীর্ষ মাদককারবারি লিটন দুইশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • মুরাদনগর