মুক্তিযুদ্ধের চেতনায় এদেশকে এগিয়ে নিতে হবে- আবুল হাসেম খান এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এদেশ হাতেগনা কিছু মাদক ব্যবসায়ি এবং জঙ্গিবাদের হাতে জিম্মি থাকতে পারে না৷ মাদক নিয়ন্ত্রণে বর্তমান সরকার কঠোর অবস্থানে আছে৷ কোন মাদক কারবারির স্থান সমাজে হতে পারেনা৷ তাই আসুন সবাই মিলে শপথ করি এদেশ থেকে মাদক ও উগ্রবাদকে নির্মূল করব।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজে জেলা পুলিশের আয়োজনে মাদক ও উগ্রবাদ দমনে মঞ্চনাটক প্রর্দশণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসান খান এসব কথা বলেন৷ তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দিন রাত কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা৷ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাদক উগ্রবাদ আমাদের প্রথম অন্তরায়৷ সকলের যৌর্থ প্রচেস্টায়ই সম্ভব মাদক, জঙ্গিবাদ এবং উগ্রবাদিতা দেশ থেকে বিতারিত করতে৷ সবার একান্ত সহযোগিতা পেলে অচিরেই দেশ মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ৷ ব্রাহ্মণপাড়া থানার এস আই আনোয়ার হোসেন এর সঞ্চালনায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতিত্বে আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার)। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আশফাকুজ্জামান৷ বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া দেবিদ্বার সার্কেল পুলিশ সুপার আমিরুল্লাহ, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ আবুল হোসেন স্মরণ, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের আজীবন দাতা সদস্য কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি ও আবু ছায়েব বাপ্পি, শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, মুক্তিযোদ্বা আবুল কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের কর্মকতা, সাংবাদিক, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার বৃন্দ, কলেজের শিক্ষক, জনপ্রতিনিধি,অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষার্থীরা।

  • ব্রাহ্মণপাড়া