মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক মানবিক জাগ্রত করা প্রতিপাদ্য বিষয় কে নিয়ে গত ৪ সেপ্টেম্বর সোমবার ১২ঘটিকায় লাল সবুজ উন্নয়ন সংঘ কর্তৃক ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়। ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, দেবিদ্বার শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল । লাল সবুজ উন্নয়ন সংঘ বুড়িচং শাখার সদস্য সালমান ইসলাম সৈকত, আরিফুল ইসলাম রাতুল, তাহছিন রিজোয়ান, মিরাজ ও রিয়াদ। পরে কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের শপথ পাঠ করান বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার।

  • বুড়িচং