‘ভারত বিদেশে পেয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করায়’ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় এক রাতের ব্যবধানের পেঁয়াজের দাম দ্বিগুণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

ভারত বিদেশে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পর এক রাতের ব্যবধানে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। গত শুক্রবার রাত পর্যন্ত বাজারে পেঁয়াজের দাম ছিল ১১০টাকা, কিন্ত রাত পেরিয়ে সকাল হবার সাথে সাথে অর্থ্যাৎ গতকাল শনিবার সকাল থেকেই বিভিন্ন বাজারে পেঁয়াজ ১৮০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রয় হতে দেখা গেছে। বুড়িচং কাঁচা বাজারের দক্ষিণ অংশের মুদিদোকানীরা ২২০ টাকা করে পেঁয়াজ বিক্রয় শুরু করে অপর দিকে উত্তর বাজারের মুদিদোকানীরা ১৮০ টাকায় পেঁয়াজ বিক্রয় শুরু করে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দেয়। এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায়। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে গতকাল দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে বুড়িচং বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে। এতে মূর্হুতের মধ্যেই আকাশ ছোঁয়া পেয়াজের দাম কমে চলে আসে ১৩০-১৪০ টাকাতে। তাছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ পাইকারী বাজারে ঘুরে দেখা যায় ১৮০ টাকা দরে বিক্রয় হচ্ছে পেঁয়াজ। বুড়িচং বাজারের ক্রেতা জানান, কি তিলসমতি কারবার! এক রাতেই পেঁয়াজের দাম দ্বিগুণ। মানুষ কি খেয়ে বাঁচবে। হঠাৎ করে পেঁয়াজের দাম এতো বৃদ্ধি পাওয়ায় আমরা হতাশা গ্রস্থ হয়ে গেছি। কিভাবে সম্ভব এটা। এক রাতের ব্যবধানে দ্বিগুণ। বুড়িচং বাজারের এক মুদি দোকানী জানান, সকালে আমরা ১৬৫ টাকা করে পাইকারী ক্রয় করে ১৭০-১৮০ টাকা বিক্রয় করেছি। কিন্ত এখন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি দোকানে জরিমানা করেছে। তারা আমাদেরকে ১৪০ টাকায় পেঁয়াজ বিক্রয় করতে বলছে। এতে অনেকেই বিক্রয় করছে না। ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজারের পাইকারী ব্যবসায়ী জানান, আমরা অতিরিক্ত দামে পেঁয়াজ ক্রয় করেছি। তাই অধিক দামে বিক্রয় করছি। ব্রাহ্মণপাড়া সদর কাঁচা বাজার ঘুরে দেখা যায় ১৭০ টাকা দরে বিক্রয় হচ্ছে পেঁয়াজ। বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম বলেন, সকালে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের টিমসহ মোবাইল কোর্টের মাধ্যমে ৫ জন ব্যবসায়ীকে ১১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। তাদের ক্রয়কৃত ভাউচারে দেখা যায় ব্যবসায়ীরা ১৩৫ টাকা দরে পেঁয়াজ ক্রয় করেছে। তাই তাদেরকে ১৪০ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশণার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ বলেন, আমরা প্রতিনিয়তই বাজারে অভিযান পরিচালনা করি। আজকেও অভিযান পরিচালনা করবো। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম বলেন, ভারত বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দেওয়ার কারণে শুধু কুমিল্লাতেই নয় সারা দেশেই পেঁয়াজের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠে নেমেছে এবং আমাদের টিমও কাজ করছে। প্রত্যেক বাজারেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া