ভারতে হিটস্ট্রোকে ৫৬ জনের মৃত্যু, আক্রান্ত ২৫ হাজার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

ভারতে মার্চ থেকে মে মাস পর্যন্ত তীব্র তাপপ্রবাহের মধ্যে হিটস্ট্রোকে ৫৬ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া এতে আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ।
তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে মে মাস ভারতের উত্তরাঞ্চলের জন্য সবচেয়ে ভয়াবহ। চলতি মৌসুমে রাজধানী দিল্লি ও রাজস্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।
অন্যদিকে ভারতের উত্তরাঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিসহ বন্যা দেখা দিয়েছে। গত মঙ্গলবারের পর আসামে ভারী বৃষ্টির কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে।
তাছাড়া ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসের কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে।

এবারের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ দেখেছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন এক রাজ্যেই হিটস্ট্রোকের কারণে কমপক্ষে ৩৩ জন পোলিং স্টাফের মৃত্যু হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস এক পূর্বাভাসে জানিয়েছে, তাপপ্রবাহের তীব্রতা বুধবার পর্যন্ত একটু কম থাকতে পারে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আগেই বর্ষাকাল চলে আসায় কিছুটা স্বস্তি মিলতে পারে।

  • বাংলাদেশ