ভাইস চ্যান্সেলর এওয়ার্ডের জন্য মনোনীত সোনার বাংলা কলেজের ৪ শিক্ষার্থী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

সোনার বাংলা কলেজের ৪ জন শিক্ষার্থী নিজ নিজ সাবজেক্টে সর্বোচ্চ সিজিপিএ এবং সর্বোচ্চ মার্কস পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ২৪ জুলাই তাঁদেরকে সার্টিফিকেট এবং গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করা হবে। কুমিল্লা বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সোনার বাংলা কলেজের অনার্স শাখার শিক্ষার্থীরা অসাধ্য সাধন করেছেন। ২০১৯, ২০২০ এবং ২০২১ সনের অনার্স পরীক্ষার ফলাফলে নিজ নিজ সাবজেক্টে সর্বোচ্চ সিজিপিএ এবং সর্বোচ্চ মার্কস পেয়ে আমাদের ৪ জন শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের গৌরবজনক ভাইস চ্যান্সেলর এওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছেন। ২০১৯ সনের (প্রথম ব্যাচ) কামরুন নাহার মনি, ইংরেজি, সিজিপিএ ৩.৪৫, মোট নম্বর ২১১৭। ২০২০ সনের (দ্বিতীয় ব্যাচ), খাদিজা আক্তার স্বর্ণা, ইংরেজি, সিজিপিএ ৩.৩৫, মোট নম্বর ২০৬৭। আফজাল রহমান, হিসাববিজ্ঞান, সিজিপিএ ৩.৭৯, মোট নম্বর ২৫০১। ২০২১ সনের (তৃতীয় ব্যাচ) সাবিকুন নাহার, ব্যবস্থাপনা, সিজিপিএ ৩.৬৯, মোট নম্বর ২৩৬৬। তিনি আরো বলেন সোনার বাংলা কলেজে ইংরেজি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা এ তিনটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। ভর্তির সময় প্রথম ও দ্বিতীয় মেরিট লিস্টে আমরা তেমন কোন শিক্ষার্থী পাই না। মূলত প্রথম ও দ্বিতীয় রিলিজ স্পিপে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরাই। আমাদের এখানে ভর্তি হয়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আন্তরিকভাবে পাঠদান ও নিবিড় পরিচর্যার মাধ্যমে আমার প্রিয় সহকর্মীরা এদেরকে দেশসেরা ফলাফলের উপযোগী করে গড়ে তুলেছেন। অনেক অনেক অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা। প্রাণঢালা অভিনন্দন ও সবিশেষ কৃতজ্ঞতা প্রিয় সহকর্মীরা। আপনাদের পরিশ্রম সার্থক হয়েছে। মহান আল্লাহ রাজুল আলামীন আমাদের সকলের সহায় হোন। সাফল্যধারা অব্যাহত রেখে যেতে হবে আরও, আরও বহুদুর।

  • বুড়িচং