ব্রুনাই বাংলাদেশের উন্নয়নে অংশীধার হতে চায়- হাই কমিশনার

লেখক:
প্রকাশ: ২ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে৷ শিক্ষা, যোগাযোগ, মানবসম্পদ ও অর্থনৈতিক উন্নয়নে রুল মডেল হিসেবে সারা পৃথিবীতে বাংলাদেশের সুনাম বেড়েই চলছে৷ ব্রুনাই বাংলাদেশের উন্নয়ন অংশীধার হতে আগ্রহী৷ ইতিমধ্যে বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ এবং ব্রুনাই এক সাথে কাজ করছে৷ আগামীতে বাংলাদেশ এবং ব্রুনাই এক সাথে কাজ করে অনেক দুর এগিয়ে যাবে৷ শনিবার সারা দিন ব্যাপী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সিমান্ত এলাকা পরিদর্শন, সদর ইউনিয়নের মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজে কম্বল বিতরণ এবং মাধবপুর একটি এতিম খানায় কম্বল বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার এসচ ই হাজী হারীছ বিন উৎথম্যান এসব কথা বলেন৷ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, এড. আবদুল মুমিন ফেরদৌস, সদর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল হক, অধ্যক্ষ আলতাফ হোসন, বিজিবি সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ৷

  • ব্রাহ্মণপাড়া