ব্রাহ্মনপাড়ায় চিরকুট লিখে ও ভিডিও ধারনের পর গৃহবধূর আত্মহত্যা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

দেওরের কারনে আমার সংসারটা শেষ হয়েছে। আমার শ^াশুড়ীর জন্য আজ আমার এই দশা আল্লাহ যেন এমন শ^াশুড়ী আর কোনো মেয়েকে না দেয়। আর এমন জামাইও না দেয়। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত করে ওরা আমার মা বাবাকে অনেক কষ্ট দিছে অপমানও করছে। নাজমুল আমার জীবনটা নষ্ট করে দিছে। মা আমাকে মাফ করে দিয়। আমার মাকে সবাই শান্তনা দিবেন। আমার শ^াশুড়ীকে এত সেবার পরেও ওনি আমাকে সবার সামনে চোর বানাইছে আল্লাহ যেন এর বিচার করে। আত্মহত্যার আগে চিরকুটে এভাবে শ^াশুড়ী ও দেবর এবং সৌদি প্রবাসী স্বামীর বিরুদ্ধে চিরকুট লিখে এবং মোবাইল ফোনে ভিডিও বার্তা করেন গৃহবধূ বিউটি আক্তার। গত শুক্রবার ১২ মে সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলর সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন দক্ষিণপাড়া বাবার বাড়ী থেকে বিউটি আক্তারের লাশ উদ্ধার করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। লাশের সাথে থাকা চিরকুট ও ভিডিও ধারণকৃত মোবাইল ফোন উদ্ধার করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত ৪ বছর পূর্বে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মোল্লা বাড়ির মৃত সফিউল্লার ছেলে সৌদি প্রবাসী নাজমুল হাসানের সাথে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের দক্ষিণ পাড়া খা বাড়ির মানুম মিয়ার মেয়ে বিউটি আক্তারের সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ^শুড়বাড়িতে বসবাস করতে থাকে বিউটি। স্বামী নাজমুল হাসান আবার প্রবাসে চলে যায়। স্বামী প্রবাসে চলে যাওয়ার পর থেকে শ^াশুড়ী হিরণা বেগম ও দেবর সাইফুল ইসলাম টাকা পয়সার বিষয় নিয়ে বিউটি আক্তারকে সন্দেহ করতে থাকে এবং মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। এরই মাঝে শ^াশুড়ী ও দেবর মিলে পরিবারের সকলের সামনে চোর উপাধি দেয়। এতে বিউটি অপমান সহ্য করতে না পেরে রাগে ক্ষোভে বাবার বাড়িতে চলে আসে। চোর উপাধি দেওয়ার অপমান সহ্য করতে না পেরে অবশেষে চিরকুট লিখে এবং স্বামীর উদ্দেশ্যে বক্তব্য ভিডিও ধারণ করে আত্মহত্যা করেছে। ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক মো সৌরভ হোসেন বলেণ,আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রাথমিক লক্ষণ দেখে এটিকে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবু মৃত্যুর সঠিক কারণ সর্ম্পকে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশ প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি চিরকুট ও ভিডিও ধারনকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ব্রাহ্মণপাড়া