ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে ওকাপের স্থানীয় অংশীজনদের সাথে মতবিনিময় সভা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর স্থানীয় অংশীজনদের সাথে সিমস প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যত কর্মকৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওকাপের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওকাপের ব্রাহ্মণপাড়া সুপারভাইজার আজিজুল হক। এছাড়া গত ৮ ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) শিদলাই ইউনিয়নে ওকাপের আয়োজনে ইউনিয়নের স্থানীয় অংশীজনদের সাথে ভবিষ্যত কর্মকৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভায় সভাপতিত্ব করেন শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর। সভায় বক্তারা বলেন, ওকাপের মাধ্যমে সঠিক তথ্য জেনে শুনে বিদেশ গেলে প্রতারিত হবার সম্ভাবনা কম থাকে। ওকাপের মাধ্যমে বিদেশের সঠিক তথ্য জানা যায়। যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা সঠিক তথ্য জেনে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুটোই পাবে। সেজন্য ওকাপের মাধ্যমে সঠিকভাবে গেলে দালালদের হাত থেকে রেহাই পাওয়া যাবে। এসময় ইউপি সচিব, ইউপি সদস্য, ওকাপের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া