ব্রাহ্মণপাড়া ডাঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “গোপালনগর ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া দারুচ্ছুন্নাহ মাদ্রাসায়” হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার রাতে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আছর থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহিম সুবেদার এর সভাপতিত্বে ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার এর সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল হাশেম ভূইঁয়া। মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ মোঃ জসিম উদ্দিন ভূইঁয়া এর সার্বিক তত্বাবধানে প্রধান বক্তা ছিলেন দৌলতপুর দরবার শরীফের পীর অধ্যক্ষ মুফতি নাইমুর রহমান। প্রধান বক্তা ছিলেন ক্বারী শেখ মুহাম্মদ মিনহাজুল আবেদীন ছফুভী। এবছর মাদ্রাসা থেকে ৯ জন হাফেজ ছাত্র হেফজ সম্পন্ন করেন। তাদেরকে পাগড়ি ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা। হাফেজ ছাত্ররা হলেন- হাফেজ মোঃ নাজমুল হাছান, হাফেজ মোঃ জোনায়েদ আহম্মেদ, হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম, হাফেজ মোঃ ইয়াছিন আহম্মেদ, হাফেজ মোঃ রেজাউল করিম, হাফেজ মোঃ নাজমুল ইসলাম, হাফেজ মোঃ মাহমুদ জামীল, হাফেজ মোঃ রুম্মান ও হাফেজ মোঃ সিয়াম হোসেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ওয়াজ ও দোয়ার মাহফিল।

  • ব্রাহ্মণপাড়া