ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ

লেখক: প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে। সিনিয়র তথ্য অফিসার নাছির উদ্দিন এর সভাপতিত্তে¡ অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন। প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগের ফলে প্রান্তিক পর্যায়ের জনগন অনেক উপকৃত হচ্ছে। আশ্রয়ন প্রকল্পের আওতায় সহায়-সম্ভলহীন মানুষ দুই শতাংশ জমিসহ ঘর পাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেস্টনির অধীনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাসপোর্টে মায়ের নাম অন্তর্ভূক্তি নারীর ক্ষমতায়নে অন্যতম পদ প্রদর্শক। এছাড়া বক্তাগণ ভিশন-২০৪১, উন্নত, সমৃদ্ধ ও সার্বজনীন পেনশন স্কীম এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।

  • ব্রাহ্মণপাড়া